মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৯ জানুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজারে নির্মাণাধীন ৩৩০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (১৮) রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার ছোট হাজারীপুর বানিয়াপাড়ার রুহুল মিয়ার ছেলে।

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রমিকরা নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে ক্রেনের মাধ্যমে কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ টায় ক্রেনের উপরের অংশ জাতীয় গ্রিডে সঞ্চালনের সময় ১ লাখ ৩২ হাজার কিলো ভোল্ট (কেভি) লাইনে লাগলে তা বিদ্যুতায়িত হয়। এতে শাহজাহান ঘটনাস্থলেই মারা যান। এতে আহত শংকর (৪০), তৌহিদ (৩০), হাসান (৩০), ইকবাল হোসেন (৩২) ও আরাফাতকে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার দূর্য্যােতি প্রসাদ সেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।