সেনবাগে অপহরণের ১০ ঘণ্টা পর স্কুলছাত্রী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৬ এএম, ০৮ জানুয়ারি ২০১৬

নোয়াখালীর সেনবাগ পৌরসভা এলাকা থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণের ১০ ঘণ্টা পর বহৃস্পতিবার রাত ৮ টার দিকে ফেনী শহর থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

অপহৃত স্কুলছাত্রী সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদালয়ের এসএসসি পরীক্ষার্থী ও পৌরসভার বাতানিয়া গ্রামের মো. শাহজাহানের  মেয়ে।
 
সেনবাগ থানা পুলিশের ওসি আবদুর রাজ্জাক জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে অপহৃতা বিদ্যালয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রওনা হয়। সেনবাগ শহরের অর্জুনতলা গ্রামের চৌরাস্তা এলাকায় পৌঁছলে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মমিনুল হকের ছেলে বখাটে মাহবুবুর রহমান প্রকাশ মাহবুব (২৮) ও তার সহযোগী ৫/৬ জনের একদল যুবক জোরপূর্বক তার (স্কুলছাত্রীর) মুখ চেপে ধরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় তার সহযোগী ইমু চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে। কিন্তু এর আগেই অপহরণকারীরা মাইক্রোবাসসহ তাকে নিয়ে পালিয়ে যায়।
 
পরে এ বিষয়ে স্কুলছাত্রীর মা সাহিদা আক্তার অপহরণের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পরই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রাতে ফেনী এলাকা থেকে অপহরণকারী মাহবুবসহ অপহৃতাকে উদ্ধার করে।

মিজানুর রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।