ষষ্ঠ ওয়ানডে শতকে সাকিব


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০১৪

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে জ্বলে ওঠার পর ওয়ানডে সিরিজেও জ্বলে উঠেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার অসাধারণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। মাত্র ৯৯ বলে ১০টি চারের সাহায্যে ১০১ রানের ইনিংস খেলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

চট্টগ্রামের মাটিতে এর আগে কোনো সেঞ্চুরির দেখা পাননি সাকিব। অবশেষে দলের বিপর্যয়ের মাঝে দারুণ এক ইনিংস খেলে সেঞ্চুরি ক্ষুধা মেটালেন এই তারকা। সাকিবের সেঞ্চুরির সংখ্যা এখন ৬টি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় আরো এক ধাপ এগিয়ে গেলেন সাকিব। সাকিবের পরে ৪টি করে সেঞ্চুরির মালিক যৌথভাবে তামিম ইকবাল ও শাহরিয়ার নাফিস। এর পরই ৩টি সেঞ্চুরি নিয়ে তৃতীয় অবস্থানে আছেন মোহাম্মদ আশরাফুল।

চট্টগ্রামে আজকের সেঞ্চুরিটি আগের গুলো থেকে একটু আলাদা ভাবতে পারেন সাকিব। দলের বিপর্যয়ের মাঝে সাকিবের এ সেঞ্চুরিটি দারুণভাবে ম্যাচে ঘুরে দাঁড়াতে সাহাজ্য করেছে। মাত্র ৭০ রানে ৪ উইকেট হারিয়ে কোনঠাসা বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাকিব আল হাসান। সাকিবকে যোগ্য সঙ্গ দেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে এরা দুজনে যোগ করেন ১৪৮ রান। যা পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

এর আগে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের জুটি ছিল ১১৯। ২০০৮ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ঢাকায় সাকিব আল হাসান আর রকিবুল হাসান মিলে গড়েছিলেন এ জুটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।