স্মার্টফোন মেলায় টিকিটের সঙ্গে জাগো নিউজের ক্যালেন্ডার ফ্রি


প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৭ জানুয়ারি ২০১৬
ছবি : রবিউল ইসলাম পলাশ ও মনির

দেশের প্রযুক্তিপ্রেমীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাব দেখার ও কেনার সুযোগ করে দিতে রাজধানীতে আজ থেকে শুরু হয়েছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এ মেলা।

ইতিমধ্যে মেলায় আসতে শুরু করেছেন প্রযুক্তিপ্রেমীরা। মেলায় টিকিটের মূল্য ২০ টাকা। তবে প্রতিটি টিকিটের সঙ্গে একটি করে ঝকঝকে নতুন বছরের পকেট ক্যালেন্ডার বিনামূল্যে দিচ্ছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ২৪.কম। টিকিটের সঙ্গে বিনামূল্যে নতুন বছরের ক্যালেন্ডার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন মেলায় আগত দর্শনার্থীরা।

নুসরাত ফারিয়া নামে এক দর্শনার্থী জানান, বছরের শুরুতে ওয়াল ক্যালেন্ডার পেয়েছি কয়েকটি কিন্তু পকেট ক্যালেন্ডার সংগ্রহ করতে পারিনি। মেলায় এসে বিনামূল্যে পকেট ক্যালেন্ডার পেয়ে অন্যরকম ভাল লাগছে। পকেট ক্যালেন্ডার উপহার দেয়ার জন্য জাগো নিউজকে ধন্যবাদ।

ticket

রাব্বি নামে আরেক দর্শনার্থী জানান, পকেট ক্যালেন্ডার উপহার পেয়ে অবশ্যই ভাল লাগছে। জাগো নিউজের এ ক্যালেন্ডারটি আমি পকেটে রাখতে পারবো, ফলে কোন সময় তারিখ ভুলে গেলে সঙ্গে সঙ্গে পকেট থেকে ক্যালেন্ডারটি বের করে তারিখ মনে করতে পারবো।

উল্লেখ্য, মেলায় নতুন সব প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, সেরা ও জনপ্রিয় ব্র্যান্ডগুলো। দেশ ও বিদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের সর্বশেষ এবং আধুনিক ব্র্যান্ডের ল্যাপটপ ও আনুষাঙ্গিক প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে মেলায়। মেলা চলবে শনিবার পর্যন্ত।

এআরএস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।