জবির ‘ডি’ ইউনিটের ৪র্থ মেধাতালিকা প্রকাশ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৪র্থ মেধাতালিকা ও বিভাগ পরিবর্তনের ৩য় তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক প্রিয়বত পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির জন্য ৪র্থ মনোনয়ন তালিকায় শিক্ষার্থীদের ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে বরাদ্দকৃত বিভাগে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আসন শূন্য থাকা সাপেক্ষে ১৩ জানুয়ারি ৫ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে ।

 সুব্রত মন্ডল/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।