বিএনপির মঞ্চে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির তৈরি করা অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করছেন।

আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশটি শুরু হবে। তবে দলীয় নেতাকর্মীদেরকে উজ্জীবিত রাখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করা হচ্ছে।

কন্ঠশিল্পী মনির খানসহ বিএনপিমনা সাংস্কৃতিক কর্মী মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনার মাধ্যমে আগত নেতাকর্মীদেরকে আনন্দ দিচ্ছেন। পাশাপাশি সরকারবিরোধী প্রতিবাদী বক্তব্যও দেয়া হচ্ছে অস্থায়ী মঞ্চ থেকে।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টের সমাবেশে যোগ দিতে একের পর এক নেতা আসছেন সমাবেশস্থলে।

এমএম/এএম/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।