জার্মানিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জার্মান ছাত্রলীগ বার্লিনের কানকুন রেস্টুরেন্টে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জার্মান ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে কেক কাটা হয়।

জার্মান ছাত্রলীগের সভাপতি দেওয়ান আরেফিন টিপুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশফাক হোসেন নিশাত বাপ্পীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ ও প্রধান বক্তা ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া।

মুঠোফোনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এনামুল হক শামিম শুভেচ্ছা বক্তব্যে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের এই প্রজন্মের সন্তানদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সবাইকে আগামী দিনে লেখাপড়া করে দেশ গঠন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শিক্ষা শান্তি প্রগতির মশাল হাতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

প্রধান অতিথির ভাষণে শেখ বাদল আহমেদ বলেন, ছাত্রলীগের ইতিহাসের অংশ ছিলাম। ছাত্রজীবনে ছাত্রলীগের হাতে রাজনীতির পাঠ নিয়েছিলাম বলেই জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগামী দিনে শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা বিনির্মান হবে।

প্রধান বক্তা ড. বিদ্যুত বড়ুয়া বলেন, ছাত্রলীগ বাংলাদেশের আন্দোলন সংগ্রামে সামনে থেকে দিয়েছে। ছাত্রলীগের ইতিহাস মানে বীর বাঙালির ইতিহাস। সেই ইতিহাস কেউ মুছে দিতে পারবে না। যে সংগঠনের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা সে সংগঠন এগিয়ে যাবে আগামী  দিনে।

অনুষ্ঠানে আরো বক্তব্য করেন জার্মান আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম শহীদ, ডেনমার্ক আওয়ামী লীগের আমির হোসেন, জার্মান ছাত্রলীগের সাইফুল ইসলাম সাগর, মিরাজুল ইসলাম অনিক, পলাশ মালাকার, সুলতান মাহমুদ, সাকিব হাসান, আহমেদ হাসান অপু।

এসময় উপস্থিত ছিলেন ফ্রাঙ্কফুটে আশিক, প্রাগ থেকে সেজান মাহমুদ, লিপজিগ থেকে ফায়সাল আমান পাপ্পু, গোলাম মোস্তফা শিহাব, নুরুন্নবী দুসেল ড্রপ থেকে রেজাউল করিম প্রিন্স, নাইম হোসেন, মোহাম্মদ জামানসহ প্রমুখ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]