পতন ধারায় চলছে লেনদেন
নতুন বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে দর পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। দুই বাজারেই মূল্যসূচক নেতিবাচক ধারায় রয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৬১৫ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১০৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বার্বিক সূচক সিএসসিএক্স ৮ পয়েন্ট কমে ৮ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৪৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৩ লাখ টাকা।
এসআই/এআরএস/এমএস