নবনির্বাচিত মেয়রকে গুলি করে হত্যা


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

মেয়র হিসেবে নির্বাচিত হয়ে অফিসে গেছেন মাত্র একদিন। এর পরের দিনই বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে নিহত হয়েছেন তিনি। শনিবার মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি থেকে ৮৫ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরে এ ঘটনা ঘটেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, টেমিক্সকোর নবনির্বাচিত মেয়র গিসেলা মোতাকে দায়িত্বগ্রহণের একদিন পর তার বাড়িতে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনার পর পুলিশের অভিযানে দুই হামলাকারী নিহত হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরো অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

মোরেলেসের গভর্নর গ্রাসো রমিরেজ এক টুইট বার্তায় নবনির্বাচিত এ মেয়রের হত্যাকাণ্ডকে পূর্বকল্পিত বলে অভিহিত করেছেন। তবে কোনো মাদক চোরাচালান চক্র এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা উল্লেখ করেননি তিনি।

টেমিক্সকো শহরে মাদক চোরাচালান চক্রের ব্যাপক তৎপরতা রয়েছে। শহর থেকে মাদক চোরাচালানীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলেন গিসেলা মোতা। এর আগেও বেশ কয়েকজন মেয়র মাদক চোরাচালান চক্রের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।