ভারতের বর্ষসেরা খেলোয়াড় কোহলি


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০১ জানুয়ারি ২০১৬

ভারতের ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেশটির টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। মহিলা বিভাগেও বর্ষসেরা হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক মিতালি রাজ। আগামী মঙ্গলবার বিসিসিআই’র বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে পুরস্কার তুলে দেয়া হবে কোহলি ও মিতালিকে।

মহেন্দ্র সিং ধোনির অবসরে টেস্ট দলের অধিনায়কত্ব পান কোহলি। অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা প্রমাণে উদগ্রীব ছিলেন তিনি। তাতে সফলই হয়েছেন কোহলি। শ্রীলংকার মাটিতে ২২ বছরের বন্ধ্যাত্ব ঘোচান তিনি। ২২ বছর পর শ্রীলংকার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে কোহলির নেতৃত্বাধীন ভারত।

এখানেই থেমে থাকেনি কোহলির অধিনাকত্বের চমক। দেশের মাটিতে বিশ্বসেরা টেস্ট দল দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে সিরিজ হারের লজ্জা দেয় ভারত। তাতে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশংসা পঞ্চমুখ হয়ে পড়ে দলের সাবেক খেলোয়াড়রা।

ব্যাট হাতে খুব বেশি সাফল্য না পেলেও, অধিনায়কত্ব দিয়ে দলকে সাফল্যের জোয়াড়ে ভাসিয়েছেন তিনি। তাই বিসিসিআই’র চোখে ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন কোহলি। গত বছর ৯ টেস্টে ৬৪০ রান করেন কোহলি। আর ২০ ওয়ানডেতে ৬২৩ রান ও ২টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৪৪ রান করেন ভারতের টেস্ট দলপতি।

এদিকে মহিলা বিভাগের সেরা হয়েছে মিতালি। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে নাম লেখান মিতালি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।