শুরু হয়েছে সংযোগ ছবির শুটিং


প্রকাশিত: ০৮:০৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

ঢাকাই ছবিতে নতুন সংযোজন ‌‘গণঅর্থায়ন’। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের চলচ্চিত্রের প্রতি আগ্রহী করে তুলতে চলচ্চিত্রে তাদের বিনিয়োগের ব্যবস্থাই গণঅর্থায়ন। সেই অর্থায়নে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘সংযোগ’।

প্রায় ১০ হাজার মানুষের বিনিয়োগে এই ছবিটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা আবু সাইয়ীদ।

রাজধানী তেজগাঁয়ের কোক স্টুডিওতে বুধবার, ৩০ ডিসেম্বর থেকে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করা সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। আরো ছিলেন সংবাদ উপস্থাপিকা তাহমিনা, ঝুমুর বারি, আফিসা ও পৃথা।

পরিচালক জানিয়েছেন, আগামী ২ জানুয়ারি পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে চিত্রগ্রহণের কাজ চলবে। ছবিটির প্রাথমিক বাজেট ধরা হয়েছে ৮৫ লাখ টাকা। গণঅর্থায়নে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে। এটি হবে গণ-অর্থায়নে নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র।

২০১৬ সালের মাঝামাঝিতে ভালো কোনো উপলক্ষ দেখে ‘সংযোগ’ চলচ্চিত্রটি হলে আনতে চান নির্মাতা।
 
এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।