নির্বাচনে বিএনপির থাকা নিয়ে সুরঞ্জিতের সংশয়


প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি : সুরঞ্জিত সেনগুপ্ত

বিএনপি শেষ পর্যন্ত ভোটে থাকবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে তার নিজ বাসভবনে জরুরি এক প্রেস ব্রিফিংয়ে সুরঞ্জিত সেন এ সংশয় প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, সুনামগঞ্জ গণতান্ত্রিক প্রগতিশীল আন্দোলনের একটা লীলাভূমি। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকার কখনো ব্যাহত হয়নি। আমরা এ ঐতিহ্য ধরে রাখতে চাই।

তিনি বলেন, সারাদেশের মতো সুনামগঞ্জেও একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা যাকে খুশি তাকেই ভোট দেবেন। এতে বিএনপির হতাশ হবার কোনো কারণ নেই। তবে শেষ পর্যন্ত বিএনপি ভোটে থাকবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

সুরঞ্জিত বলেন, সুনামগঞ্জে যে ৪টি পৌরসভায় নির্বাচন হচ্ছে তা আওয়ামী লীগের। অতীতেও ছিল। ভবিষ্যতেও জনগণ আওয়ামী লীগের ওপরই আস্থা রাখবেন। এখানে বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয়ী হবে।

মুক্তিযুদ্ধ নিয়ে খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্যকে অনাকাঙ্খিত উল্লেখ করে সুরঞ্জিত বলেন, হয় এটা অজ্ঞতাপূর্ণ, আর না হয় মুক্তিযুদ্ধকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। এটা যেমন দেশবাসী গ্রহণ করবে না, তেমনি এর পরিণামও শুভ হবে না।

ছামির মাহমুদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।