জাপার সাবেক এমপিসহ ১২ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৫
সাবেক এমপি আনিসুর রহমান

ময়মনসিংহে জাতীয় পার্টির (জাপা) সাবেক সংসদ সদস্য আনিসুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলি আদালতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আইনের ৩/৪ ধারায় এ মামলা দায়ের করা হয়। মুক্তিযুদ্ধে শহীদ ইউনুছ আলীর ছেলে রুহুল আমিন মামলাটি করেন।

মামলার বাকি ১১ আসামি হলেন, সাবেক এমপির ছোট ভাই মোখলেছুর রহমান মুকুল (৬৫), পালিত ভাই শামছুল হক বাচ্চু (৭০) এবং বহুলীকান্দার শামছুল হক ফকির (৭৩), নূরুল হক ফকির (৭০), সুলতান ফকির (৬২) মানিক মুন্সি (৮০), কুষ্টিয়া গ্রামের ইব্রাহিম, খাদেম (৭০), ত্রিশাল থানার তৎকালীন সেকেন্ড অফিসার আব্দুল করীম, তালতলার মৌলভী মো. মোফাজ্জল ও সাবেক এমপি মানিকের ছোট ভাই সাইদুর রহমান রতন।

আতাউল করিম খোকন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।