হামিদ ফেব্রিক্সের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫১ এএম, ২৮ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্স ২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরে শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।

সোমবার রাজধানীর ট্রাস্ট মিলোনায়তনে হামিদ ফেব্রিক্সের ২১তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন হয়।

২০ শতাংশের মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এবং পাঁচ শতাংশ বোনাস শেয়ার কোম্পানির উদ্যোক্তা, পরিচালক ও সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এইচ এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ এবং পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ ও শেয়ারহোল্ডারা।

২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৮০ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৯ টাকা ৫৭ পয়সা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে শূন্য দশমিক ১৯ টাকা।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।