মিটফোর্ডের নূর ফার্মেসি সিলগালা


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে মিটফোর্ডের নূর ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা ও সিলগালা করেছে ওষুধ প্রশাসন। রোববার দুপুরে থেকে ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক আকিব হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ওষুধ প্রশাসনের ফিল্ড অফিসার এটিএম গোলাম কিবরিয়া জাগো নিউজকে জানান, মিটফোর্ডের এই ফার্মেসিটি দীর্ঘদিন ধরে ৪৫ ধরনের অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করে আসছে। তাই ফার্মেসিটিকে সিলগালা ও জরিমানা করা হয়েছে।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ড্রাগ অ্যাক্টে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।