করন অর্জুন ছবি দেখেননি কাজল!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

রাকেশ রোশন পরিচালিত বলিউড চলচ্চিত্র ‘করন অর্জুন’ মুক্তি পায় ১৯৯৫ সালে। ছবিটিতে করন চরিত্রে শাহরুখের বিপরীতে ছিলেন কাজল দেবগন। বেশ সুপারহিট হয়েছিলো ছবিটি।

বিশ বছর পর সম্প্রতি কাজল জানালেন বিস্ময়কর এক তথ্য। সেটি হলো নিজের অভিনয় করা ‘করন অর্জুন’ ছবিটি তিনি নিজেই দেখেননি! পশ্চিমবঙ্গের সংবাদপত্র আনন্দ প্লাসের সাথে এক আলাপচারিতায় এমন কথাই প্রকাশ করলেন তিনি।

গেল ২৪ ডিসেম্বর, দিলওয়ালে ছবির প্রচারণা করতে কলকাতায় এসেছিলেন শাহরুখ খান ও কাজল। এসময় তারা গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে আনন্দ প্লাসের প্রতিবেদক শাহরুখ ও কাজলকে তাদের জুটির আশ্চর্য সফল হওয়ার রসায়নটা কী জানতে চাইলে শাহরুখ তার জবাব দেন। তারই এক পর্যায়ে কাজল বলেন, তিনি করন অর্জুন ছবিটি দেখেননি!

জবাবে শাহরুখ বলেছিলেন, ‘সত্যি কথাটাই বলছি। আমরা কখনও ভাবিনি নিজেরা স্পেশাল বলে। একটা জিনিস বুঝতে হবে যে, অন্যদের তুলনায় আমরা একসঙ্গে কাজ করেছি অনেক কম বয়সে। ও যদিও ফিল্ম ইন্ডাস্ট্রির লোক। আমি বাইরের। তবু ব্যাপারটাই আমরা ভাল মতো বুঝতাম না। আমরা জাস্ট দু’টো কমবয়সি ছেলেমেয়ের মতো সেটে মজা করেছি। কোনও কিছুকেই সিরিয়াসলি নিইনি। প্রথম যখন একসঙ্গে কাজ করি, আমার বয়স আঠাশ। ও বোধ হয় উনিশ। আমরা পরিস্থিতির গুরুত্বটাই তখন বুঝিনি। হবি তো হ, ‘বাজিগর’ একটা কাল্ট ছবি হয়ে গেল। বিনয় কমিয়েও বলছি, ‘বাজিগর’ বিশাল হিট ছিল! আমরা তখনও মোশনের মধ্য দিয়ে চলেছি। পরের ছবি একসঙ্গে ‘করন অর্জুন’। তখনও আমরা সিরিয়াসলি নিচ্ছি না। ওটা একটা অ্যাকশন ফিল্ম, যার মাথামুন্ডু আমি বুঝিনি। কিন্তু সেটাও কাল্ট ফিল্ম হয়ে গেল। আমি যে দিন প্রথম বসে ‘করন অর্জুন’ দেখলাম, কিছু বুঝতেই পারিনি। অথচ সুপারহিট।’

এসময় কাজল বলেন, ‘আরে, আমি তো সিনেমাটা দেখিইনি।’ তা শুনে শাহরুখ অবাক হয়ে বলেন, ‘বলছিস কী রে! ‘করন অর্জুন’ দেখিসনি। হেসে হেসে কাজল হিন্দিতে জবাব দেন, ‘সচ, ম্যায়নে দেখি হি নেহি ওহ পিকচার।’

এবার শাহরুখ খানিকটা বিরক্তি নিয়েই ভোজনবিলাসী কাজলকে বললেন, ‘খাওয়াতে সময় কম দিয়ে একটু নিজের সিনেমাগুলো দেখলে পারিস তো।’

এদিকে এই জুটির নতুন ছবিটি সাফল্যের আকাশে উড়ছে। এরইমধ্যে ১০০ কোটি ছাড়িয়েছে দিলওয়ালের ব্যবসা।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।