আজকের জোকস : ২৪ ডিসেম্বর ২০১৫

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

রোগী : ডাক্তার সাহেব, আমাকে কুকুরে কামড় দিয়েছে।
ডাক্তার : আপনি কি জানেন না যে আমার রোগী দেখার সময় বিকাল ৪টা থেকে রাত ৮টা।
রোগী : আমি তো জানি। কিন্তু ওই হতচ্ছাড়া কুকুর তো আর জানে না।

****

এক লোকের গরু হারিয়ে গেছে- কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পার্কের এক কোণে বসে বিশ্রাম নিচ্ছে। পার্কের অপর এক কোণে বসে প্রেমিক-প্রেমিকা আলাপ-আলোচনায় বিভোর-
প্রেমিক : আমি তোমার চোখে চোখ রাখলে পুরো পৃথিবীটাই দেখতে পাই।

এমন সময় পাশে বসে থাকা গরু হারানো লোকটি উঠে এসে বলল, ‘আমি আমার গরুটা খুঁজে পাচ্ছি না। ভাই দয়াকরে ওনার চোখে চোখ রেখে খুঁজে দেখে বলুন তো আমার গরুটা কোথায় আছে।

****

জুয়ার কোট রেড করে এক জুয়াড়িকে ধরে থানায় নিয়ে এলো পুলিশ। থানায় এসেই জুয়াড়ি অফিসারকে জিজ্ঞেস করলো- জুয়াড়ি : স্যার, আমাকে কেন ধরে আনা হলো জানতে পারি কি?
অফিসার : ন্যাকামো হচ্ছে? জানিস না তোকে জুয়া খেলার জন্য ধরে এনেছি?
জুয়াড়ি : তাহলে স্যার আর দেরি করা হচ্ছে কেন? তাড়াতাড়ি শুরু করে দিন।

****

এক বাঙালির শখ হলো তিনি শের-শায়েরি শিখবেন। তিনি গিয়ে হাজির হলেন গুলজার সাহেবের কাছে। সব শুনে গুলজার সাহেব বললেন-
গুলজার : ঠিক আছে। আমি একটা শের বলছি, আর আপনি সেটা শুনে আমার পর বলবেন।
বাঙালি : ঠিক আছে।
গুলজার : না গিলা করুঙ্গা/ না শিকওয়া করুঙ্গা/ তু সলামত রহে ইস দুনিয়া মে/ রব সে ইয়েহী দুয়া করুঙ্গা।
বাঙালি : না গীলা কোরেগা/ না শুখা কোরেগা/ তু শালা মত রহো ইস দুনিয়া মে/ রোব সে ইয়েহী দোয়া কোরেগা।
এ শুনে গুলজার সাহেব মূর্চ্ছা গেলেন!

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।