ইসির অসহায়ত্ব বিএনপিকে বিস্মিত করেছে : গয়েশ্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৩ ডিসেম্বর ২০১৫

নির্বাচন কমিশনের অসহায়ত্ব প্রকাশ বিএনপিকে বিস্মিত করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় । তিনি বলেছেন, নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রীর কাছে নির্বাচন কমিশনের অসহায়ত্ব খুবই বিস্ময়কর ।

বুধবার দুপুরে বান্দরবান পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী জাবেদ রেজার পক্ষে বান্দরবান জেলা বিএনপির সভাপতির রাজবাড়িতে উঠান বৈঠকের সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এর মাধ্যমে নির্বাচন কমিশন সার্বভৌম প্রতিষ্ঠান হলেও সার্বভৌমত্ব রক্ষা করতে পারেনি। নির্বাচন কমিশনকে সাংবিধানিক যে ক্ষমতা দেয়া হয়েছে তা সুষ্ঠুভাবে প্রয়োগ করলে নির্বাচন সুষ্ঠু হতে পারে ।

এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, পুলিশের গ্রেফতার বাণিজ্য নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিএনপির প্রার্থী এবং কর্মীদের উপর রাতে-দিনে হামলা হচ্ছে, দেয়া হচ্ছে মামলা।

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিংসহ বান্দরবান জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সৈকত দাশ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।