এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পাচ্ছে স্টার ইন্ডিয়া


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৫

২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ফলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে এশিয়া কাপের মূলপর্ব শুরু হবে। ৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে এ টুনামেন্টটি শেষ হবে। আর এ টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ত্ব পাচ্ছে স্টার ইন্ডিয়া।

শুধু তাই নয়, আগামী ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ, ইমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্বও স্টার ইন্ডিয়াকে দিয়েছে সংস্থাটি। রোববার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এসিসির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্টার ইন্ডিয়ার সাথে চুক্তি করতে পেরে আনন্দিত এসিসি। সংস্থাটির সভাপতি সিদাথ ওয়েটিমুনি বলেছেন, `স্টার ইন্ডিয়াকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে এসিসি আনন্দিত। স্পোর্টস ব্রডকাস্টার হিসেবে স্টার ইন্ডিয়ার সুনাম রয়েছে।`

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।