গাজীপুরে বাস উল্টে নিহত ১


প্রকাশিত: ০৬:২১ এএম, ২২ ডিসেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া বাইপাস পেয়ারা বাগান এলাকায় ঢাকা বাইবাস রোডে একটি যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত আরও আটজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পরনে নীল রংয়ের শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট রয়েছে।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাহার আলম এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোগড়া বাইপাসের পেয়ার বাগান এলাকায় একটি রিকশা রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কোনাবাড়ীগামী আজমেরী পরিবহনের যাত্রীবাহী বাসটি রিকশাকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ওই বাসের এক পুরুষ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং নারী-শিশুসহ আহত হয়েছেন অন্তত আট যাত্রী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।