মরিনহোকেই কোচ হিসেবে চায় ম্যানইউ!
চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর জ্বল্পনা উঠেছিল, আপাতত কিছুদিন আদৌ কোন ক্লাব পাবেন তো হোসে মরিনহো! যে ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে তিনি বের হয়েছিলেন চেলসি থেকে, সে কারণে কোন ক্লাব যে তাকে টেনে নিতে চাইবে- সেটা আপাতত অসম্ভবই মনে হচ্ছিল। এমনকি, রিয়াল মাদ্রিদ তাদের বিতর্কিত কোচ রাফায়েল বেনিতেজকে সরিয়ে মরিনহোকে নিতে পারে বলে যে গুঞ্জন উঠেছিল, তাতেও পানি ঢেলে দিয়েছেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
কিন্তু হোসে মরিনহো তো আর নিজেকে এমনি এমনি ‘দ্য স্পেশাল ওয়ান’ বলেননি। স্পেশাল কিছু আছে বলেই সেই আখ্যাটা এসেছে তার কাছ থেকে এবং এবার স্পেশাল কিছুই দেখা যেতে পারে তার কাছ থেকে। খোদ ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই যোগাযোগ শুরু হয়ে গেছে মরিনহোর সঙ্গে। অবস্থা যা দেখা যাচ্ছে, তাতে আগামী মওসুমে কিংবা চলতি মওসুমের মাঝামাঝি সময়েও লুই ফন গালকে সরিয়ে ম্যানইউর ডাগ আউটে হোসে মরিনহোকে বসিয়ে দিতে পারে ক্লাব কর্তৃপক্ষ। এমনটা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না বলেও মনে করছেন ইংলিশ ফুটবল মহল।
আর্সেনালের জার্মান মিডিফিল্ডার মেসুত ওজিল ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, ‘ম্যানইউতে যদি মরিনহো আসেন, তাহলে নিশ্চিত রেড ডেভিলরা পুরনো ঐতিহ্য ফিরে পাবে।’ চেলসি থেকে মরিনহোর বরখাস্তকে সহজভাবে নিতে পারেননি ওজিল। রিয়াল মাদ্রিদে ওজিলের বসস ছিলেণ মরিনহো। সে কারণে তাকে ভালোভাবেই জানেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা। তিনি বলেন, ‘মরিনহো একজন গ্রেট ম্যানেজার। আমি বিশ্বাস করি, এখনই যদি কোন ক্লাব তাকে নেয়, অবশ্যই তিনি সেখানে সফল হবেন।’
ম্যানচেস্টার ইউনাইটেড এবং হোসে মরিনহো- দু’পক্ষেরই সূত্র ইসএসপিএনকে নিশ্চিত করেছে যে, ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার সম্ভাবনা নিয়ে এখনই দুই পক্ষ আলোচনা শুরু করে দিয়েছে। কারণ, ম্যানইউর বর্তমান কোচ লুই ফন গাল রয়েছেন বরখাস্ত হওয়ার মুখোমুখি দাঁড়িয়ে।
টানা তৃতীয় হার দেখে ফেললো ম্যানইউ। সর্বশেষ তারা হেরেছে নরউইচ সিটির মত তলানীতে থাকা একটি দলের কাছে। একের পর এক হারের কারণে, চাকরি থেকে বরখাস্ত হওয়ার মুখেই রয়েছেন লুই ফন গাল। এমনই এক মুহূর্তে বেকার হয়ে গেলেন হোসে মরিনহো। তার ঘনিষ্ট একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, চেলসি থেকে বরখাস্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ম্যানইউ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। এমনকি আগামী এক সপ্তাহের মধ্যে চুক্তির বিষয়াদিও চূড়ান্ত হয়ে যেতে পারে বলে ধারণা করছে উভয় পক্ষই।
সূত্র আরও নিশ্চিত করেছে যে, মরিনহো পুরোপুরি প্রস্তুত ম্যানইউর দায়িত্ব নেয়ার জন্য। এমনকি এই চুক্তির বিষয়টা কোনভাবেই দুরে ঠেলে দেয়া তার জন্য সম্ভব নয়। এবং ম্যানইউও খুব বেশি আশাবাদী মরিনহোকে কোচের দায়িত্ব দেয়ার জন্য।
আইএইচএস/এমএস