সৎ লোকের শাসন চেয়ে মানববন্ধন


প্রকাশিত: ১০:৫৫ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

‘সৎ লোকের শাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই` এ দাবি জানিয়ে মানববন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ আন্দোলন নামক এক সংগঠন। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘এ দেশে এমন একজন বিলাসী ধনী খুঁজে পাওয়া যাবে না যিনি দুর্নীতি করেননি। বাসাবাড়ির নির্ধারিত খাজনা, ট্যাক্স বা আয়কর ফাঁকি দেওয়া, বিদেশে ডলার-পাউন্ড পাচার, বিদেশে বিষয় সম্পত্তি ক্রয় ইত্যাদি সবই বেআইনি কাজ। আর এ কর্মকাণ্ডই বিলাসী ধনীদের বৈশিষ্ট্য।

তারা বলেন, দেশ ও জনগণের সর্বনাশ করার জন্য দায়ী এসব অভিজাত দুর্নীতিবাজ অপরাধীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি অতীতে যেসব বড় বড় দুর্নীতির মামলা রাজনৈতিক বিবেচনায় ও ক্ষমতার অপব্যবহার করে নিষ্পত্তি বা প্রত্যাহার করা হয়েছে সে সব মামলা পুনরুজ্জীবিত করে দায়ীদের আদালতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আ ব ম মোস্তফা আমীন, জাতীয় মুক্তি আন্দোলনের জালাল উদ্দিন মজিমদার, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মাদ শামসুদ্দিন প্রমুখ।

এএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।