১-০ গোলে এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

নেপালের কাঠমান্ডু`তে এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক ফুটবলের ফাইনালে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে মার্জিয়ার গোলে ১-০ গোলে এগিয়ে লাল সবুজের দেশ।   

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শুধু নেপালই ছিল না, ছিল সেখানকার ঠাণ্ডাও। তবে সেই ঠাণ্ডা উপেক্ষা করে মাঠে নামে সানজিদা-কৃষ্ণারা। ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধের ৩৫ মিনিটের পুরোটাই ছিল বাংলাদেশের মেয়েদের দাপট। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৬ মিনিটে মার্জিয়ার গোলে ১-০ গোলে এগিয়ে যায় তারা।

প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে আরও একটি গোল পেতে পারত বাংলাদেশ। কিন্তু কৃষ্ণা রানি সরকার নেপালি গোলরক্ষককে একা পেয়েও তা থেকে গোল করতে পারেনি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।