আত্মঘাতী সংঘাত থেকে সতর্ক থাকবেন : বিজিবিকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২২ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। সতর্ক থাকবেন ভবিষ্যতে যেন ২০০৯ সালের মতো আত্মঘাতী সংঘাত সৃষ্টি না হয়।

রোববার পিলখানায় বিজিবি সদর দফতরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৫ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে ক্ষমতা নেয়ার পর আমাকে বিডিআর বিদ্রোহের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। এ কলঙ্কজনক অধ্যায় আজ কলঙ্কমুক্ত হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

এ সময় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় সাড়ে ১২ হাজার বাঙ্গালি বিজিবি (তৎকালীন বিডিআর) যুদ্ধে অংশে নেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বিজিবির কারণের সীমান্তে চোরাচালান, মানবপাচার কমেছে। সীমান্তে নিহতের সংখ্যাও কমেছে। সীমান্তে কেউ আটক হলে তারা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সঙ্গে আলোচনা করে সুন্দরভাবে তাদের ফিরিয়ে আনেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও তারা বেসামরিক বাহিনীর সঙ্গে কাজ করেন। আমি আশা করছি ভবিষ্যতেও বিজিবি সদস্যরা দেশের সুনাম ও মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময় বিজিবির উন্নয়নের নানা দিক তুলে ধরেন। এসময় বঙ্গবন্ধু কন্যা বলেন, ২০১১ সালে ২৩ জানুয়ারি বিজিবির নতুন পতাকা উত্তোলন করা হয়েছে। বর্ডার সিকিউরিটি ব্যুরো ও ১৩টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। আরো ২টি ব্যাটালিয়ন স্থাপন করা হবে। ২০০৯ সালের ঘটনার পর ২২ হাজারেরও বেশি বিজিবি সদস্য নিয়োগ দেয়া হয়েছে। সদস্যদের বেতন ১২৩ ভাগ বৃদ্ধি করা হয়েছে।

প্রধানমন্ত্রী বিজিবির উদ্দেশ্যে বলেন, আপনাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি যাতে বাংলাদেশ বিশ্বব্যাপী মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’

এর আগে রোববার সকাল ৯ টা ৪ মিনিটে বিজিবি দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯ টা ৪০ মিনিটে তিনি বক্তব্য রাখেন।

এর আগে রাষ্ট্রীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৫৬ জন বিজিবি সদস্যের মধ্যে বিজিবি পদক, প্রেসিডেন্ট বিজিবি পদক এবং বিজিবি সেবা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।

এআর/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।