শিয়া মসজিদে গুলিবর্ষণ : ২ জেএমবি সদস্য গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জের চককানু গ্রামে শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরও দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ককটেল ও ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়। আরও তথ্যের জন্য পুলিশ তাদের ২টি মামলায় ৬দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, গত শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এরপর বিস্ফোরক ও অস্ত্র মামলায় তাদের ৩ দিন করে মোট ৬দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
গ্রেফতাররা হলেন- সাবেক শিবির নেতা এবং বর্তমানে জেএমবি সদস্য শিবগঞ্জের আটমুল কুলুপাড়া গ্রামের আব্দুল বাসেদ (২৫) এবং ফকিরপাড়া গ্রামের এমদাদ হোসেন (২৬)। শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করার পর বাসেদের বাড়ি থেকে ৮টি ককটেল এবং এমদাদের বাড়ি থেকে ৪টি বড় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গ্রেফতারদের কাছে থেকে আরও তথ্য পাওয়া যাবে। এ কারণে রিমান্ডে আনা হয়েছে। বগুড়া ডিবি কার্যালয়ে পুলিশের একটি চৌকষ দল তাদের জিজ্ঞাসাবাদ করছে।
এর আগে একই ঘটনায় পুলিশের হাতে আরও ৩ জন গ্রেফতার হয়। এরা হলেন- শিবগঞ্জের মোলামগাড়ি ইমদাদুল উলুম কওমী মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আলম (৬০), মাঝিহট্ট গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে জেএমবি সদস্য আনোয়ার হোসেন (৪৮) ও হরিপুরের আবদুল মান্নানের ছেলে মাদরাসা ছাত্র জুয়েল মিয়া (২৫)।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর রাতে এশার নামাজের পর দুর্বৃত্তরা শিবগঞ্জের শিয়াদের মসজিদ-ই-মোস্তফায় ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০) মারা যান। আহত হন মসজিদের ইমাম শাহিনুর ইসলাম (৩৫), মুসুলি আবু তাহের (৭০) ও আফতাব আলী (৪২)।
লিমন বাসার/এসএস/পিআর