মেক্সিকোয় গিরিখাত থেকে ১৭ লাশ উদ্ধার


প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

মেক্সিকোর দক্ষিণাঞ্চলের গুয়েরেরো রাজ্যে পাঁচশ’ মিটার গভীর একটি গিরিখাতের নিচে কমপক্ষে ১৭ জনের গলিত লাশ পাওয়া গেছে। মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ৮ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে এসব মৃতদেহ চিচিহুয়ালকো গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯ জনের পুরো শরীর ও ৮ জনের অর্ধেক শরীর পোড়া রয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাশগুলো উদ্ধার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়।

এসব মৃতব্যক্তির নাম,পরিচয়, বয়স কোনোটাই জানা সম্ভব হয়নি। ঠিক কতোদিন আগে তাদের মৃত্যু হয়েছে, কর্মকর্তারা সে ব্যাপারে কিছুই বলতে পারেননি। মৃতদেহগুলি একটি গিরিখাতের মধ্যে পাথরের আড়ালে ও সংকীর্ণ একটি খাতে লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছে মেক্সিকোর সংবাদমাধ্যমগুলি। তদন্তকারী কর্মকর্তরা এসব মৃতদেহের ডিএনএ সংগ্রহ করেছেন। গুয়েরিরো থেকে এর আগে নিখোঁজ ৬৩৯ জনের সঙ্গে তাদের ডিএনএ মিলিয়ে দেখা হবে।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।