দক্ষিণ আফ্রিকায় এক সপ্তাহে তিন অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৫:২২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

এক সপ্তাহের মধ্যে তিনবার অর্থমন্ত্রী পরিবর্তন করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। রোববার রাতে ডেভিড ভ্যান রুনিকে বাদ দিয়ে প্রেভিন গরধানকে অর্থমন্ত্রী করেন তিনি।
 
এর আগে গত বুধবার লানলা নেনেকে বরখাস্ত করেন জ্যাকব জুমা। তাকে বরখাস্ত করায় দেশটির মুদ্রা মান রেকর্ড পরিমাণে কমে যায়। তার স্থলাভিষিক্ত করা হয় অল্পপরিচিত একজন সংসদ সদস্য ভ্যান রুনিকে। সর্বশেষ রুনিকে বাদ দিয়ে রোববার রাতে প্রেভিন গরধানকে অর্থমন্ত্রালয়ের দায়িত্ব দেন প্রেসিডেন্ট। এরপরই দেশটির মুদ্রা র্যান্ড-এর মূল্য পাঁচ শতাংশ বেড়ে গেছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।