বৈষম্য দূর করতে কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিতি


প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। সমাজ থেকে বৈষম্য দূর ও নানান অবহেলার জবাব দেয়ার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। জিতলে সব সময় গরিব ও অবহেলিত মানুষের পক্ষে কাজ করবো। চেষ্টা করবো তৃতীয় লিঙ্গের অধিকার আদায়ের।

এভাবেই কথাগুলো জাগো নিউজকে জানালেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিতি।

দিতি বলেন, আগের নির্বাচনে আমি একজনকে দাঁড় করিয়েছিলাম। তিনি জনগণের কাঙ্ক্ষিত সেবা করেনি। এজন্য এবার আমি নিজেই প্রার্থী হয়েছি। সাধারণ ভোটাররা আমার সঙ্গে রয়েছেন। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সকল কর্মকাণ্ডে আমাকে সহায়তা প্রদান করছেন। আমি জিতবো আশা করি।

"
কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জাগো নিউজকে জানান, দিতি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।