যবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৫ ও ১৭ ডিসেম্বর


প্রকাশিত: ০৮:২১ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভর্তি পরীক্ষা ১৫ ডিসেম্বর মঙ্গলবার এবং  ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এবার ৬৮০ আসনের বিপরীতে ১০ হাজার ৫শ` ৩৮ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন।

অর্থাৎ প্রতি আসনে প্রায় ১৬ জন পরীক্ষা দিচ্ছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ যশোর শহরের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর তিনটি ধাপে এ, বি ও সি ইউনিটের এবং ১৭ ডিসেম্বর অনুরূপ তিনটি ধাপে ডি, ই ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা হতে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে `এ` ইউনিটের, দুপুর সাড়ে ১২টা হতে ২টা পর্যন্ত `বি` ইউনিটের এবং বিকেল সাড়ে তিনটা হতে ৫টা পর্যন্ত `সি` ইউনিটের পরীক্ষা হবে।

একইভাবে ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে `ডি` ইউনিটের, দুপুর সাড়ে ১২টা হতে ২টা পর্যন্ত `ই` ইউনিটের এবং বিকেল সাড়ে তিনটা হতে ৫টা পর্যন্ত `এফ` ইউনিটের পরীক্ষা হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে `এ` ইউনিটের ১০০০০১ থেকে ১০২৬৮০ রোল নম্বরধারী, `বি` ইউনিটের ২০০০০১ থেকে ২০২৬৮০ রোল নম্বরধারী, `সি` ইউনিটের ৩০০০০১ থেকে ৩০২৬৮০ রোল নম্বরধারী, `ডি` ইউনিটের ৪০০০০১ থেকে ৪০২৫০৩ রোল নম্বরধারী, `ই` ইউনিটের ৪০০০০১ থেকে ৪০২৫০৩ রোল নম্বরধারী এবং `এফ` ইউনিটের ৬০০০০১ থেকে ৬০২৬০৪ রোল নম্বরধারীর পরীক্ষা।

শহরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ ইউনিটের ১০২৬৮১ থেকে ১০৩৯৮০ রোল নম্বরধারী, `বি` ইউনিটের ২০২৬৮১ থেকে ২০৩৯৮০ রোল নম্বরধারী এবং `সি` ইউনিটের ৩০২৬৮১ থেকে ৩০৩৯৮০ রোল নম্বরধারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।

শহরের এমএসটিপি স্কুল ও কলেজ কেন্দ্রে `এ` ইউনিটের ১০৩৯৮১ থেকে ১০৫০৮০ রোল নম্বরধারী, `বি` ইউনিটের ২০৩৯৮১ থেকে ২০৫০৮০ রোল নম্বরধারী এবং `সি` ইউনিটের ৩৩৩৯৮১ থেকে ৩০৫০৮০ রোল নম্বরধারীর পরীক্ষা।

শহরের পালবাড়ি মোড়ের নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে `এ` ইউনিটের ১০৫০৮১ থেকে ১০৫৫৮০ রোল নম্বরধারী এবং বি ইউনিটের ২০৫০৮১ থেকে ২০৫৫৮০ রোল নম্বরধারীর পরীক্ষা।

এছাড়া উপশহর বাদশা ফয়সল ইসলামী ইনস্টিটিউটে `এ` ইউনিটের ১০৫৫৮১ থেকে ১০৬৩৮০ রোল নম্বরধারী, উপশহর মহাবিদ্যালয়ে `এ` ইউনিটের ১০৬৩৮১ থেকে ১০৭০৮০ রোল নম্বরধারী এবং `বি` ইউনিটের ২০৫৫৮১ থেকে ২০৬২৮০ রোল নম্বরধারী, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলে `এ` ইউনিটের ১০৭০৮১ থেকে ১০৮০৫৫ রোল নম্বরধারী এবং `বি` ইউনিটের ২০৬২৮১ থেকে ২০৬২৮১ থেকে ২০৭২৫৫ রোল নম্বরধারী, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে `এ` ইউনিটের ১০৮০৫৬ থেকে ১০৮৬৩৭ এবং `বি` ইউনিটের ২০৭২৫৬ থেকে ২০৭৮৩৭ রোল নম্বরধারীর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও উপশহর মহিলা কলেজ কেন্দ্রে `এ` ইউনিটের ১০৮৬৩৮ থেকে ১০৯২১৯ রোল নম্বরধারী, `বি` ইউনিটের ২০৭৮৩৮ থেকে ২০৮৪১৯ রোল নম্বরধারীর এবং `সি` ইউনিটের ৩০৫০৮১ থেকে ৩০৫৭১৪ রোল নম্বরধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমিতে অনুষ্ঠিত হবে `এ` ইউনিটের ১০৯২২০ থেকে ১০৯৭৪৯ রোল নম্বরধারী এবং `বি` ইউনিটের ২০৮৪২০ থেকে ২০৮৯৪৯ রোল নম্বরদারীদের পরীক্ষা।

চুড়ামনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে `এ` ইউনিটের ১০৯৭৫০ থেকে ১১০২০১ এবং `বি` ইউনিটের ২০৮৯৫০ থেকে ২০৯৪০৫ রোল নম্বরধারী এবং ছাতিয়ানতলা কে আই আলীম মাদ্রাসা কেন্দ্রে এ ইউনিটের ১১০২০২ থেকে ১১০৫৩৯ রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মিলন রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।