বিগ ব্যাশ খেলতে চলে গেলেন গেইল


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ক্রিস গেইল। ধুমধাড়াক্কা ব্যাটিং করে দর্শকদের যেমন বিনোদন দেন তেমনি মাঠে তার অঙ্গভঙ্গিও থাকে বিনোদনের অন্যতম উৎস। বিপিএল মাতাতে বরিশাল বুলস উড়িয়ে এনেছিল এই ক্যরিবিয়ান দৈত্যকে। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলছেন না এই তাণ্ডব ব্যাটসম্যান।

শনিবার সকাল ১০টায় মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়ে গেছেন গেইল। যদিও কথা ছিল সেমিফাইনাল এবং ফাইনালে উঠলে তা খেলে যাবেন এই ঝড়ো ব্যাটসম্যান। কিন্তু বিগ ব্যাসের নিয়ম অনুযায়ী এক সপ্তাহ আগে দলের সঙ্গে যোগ দিতে এদিন ঢাকা ছাড়েন তিনি।

এবারের বিপিএলের শুরুতে নিজের ঝলক না দেখাতে পারলেও গ্রুপ পর্বে নিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন এই তারকা। ৯২ রানের রানের ঝড়ো ইনিংস খেলে সিলেট সুপার স্টার্সকে উড়িয়ে দিয়েছিলেন এই ভয়ংকর সুন্দর ব্যাটসম্যান। পরের ম্যাচেও ঢাকার বিপক্ষে ৩১ রান সংগ্রহ করে দলের জয়ে দারুণ অবদান রাখেন তিনি। ৪ ম্যাচ খেলে ১৩৯ রান সংগ্রহ করেছেন গেইল। ১৬৩.৫২ স্ট্রাইক রেটে এই রান সংগ্রহ করতে ছক্কা মেরেছেন ১২টি।

এর আগে সিডনি থান্ডারের বিগ ব্যাশ খেলতে প্রথম কোয়ালিফায়ার খেলেই চলে গেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।