রাজন সাহার সুরে বিজয়ের গানে মুহিন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:০৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

শ্রোতামধুর বেশ কিছু গানের সুরকার হিসেবে পরিচিতি পেয়েছেন রাজন সাহা। একজন সংগীত পরিচালক হিসেবেও তিনি তরুণ প্রজন্মের কাছে সমাদৃত। সাধারণত তিনি ভালোবাসার গান নিয়েই বেশি কাজ করে থাকেন। তার আয়োজনের সবগুলো অ্যালবামই নিখাঁদ প্রেমের গান।

তবে এবার একটু ব্যতিক্রমী রাজন সাহাকে পাবেন তার ভক্ত শ্রোতারা। আসছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সামনে রেখে ‘মুক্তিসেনা ৭১’ শিরোনামের একটি গানের সুর-সংগীত করেছেন তিনি। জীবন ফারুকীর কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন।

এ গান নিয়ে রাজন সাহা জাগো নিউজকে বলেন, ‘এই গানটি জীবন ফারুকী ১৩ বছর আগে কলেজ জীবনে লিখেছিলেন। তখন আমি গানটি দেখে বলেছিলাম আমি যদি কখনো সংগীত পরিচালক হই এটি নিয়ে গান করবো। আজ দীর্ঘ ১৩ বছর পর অবশেষে গানটি তৈরি করেছি। ভাবতেই ভাল লাগছে ১৩ বছর পর হলেও আমি আমার কথা রাখতে পেরেছি।’

গানটি প্রসঙ্গে গীতিকার জীবন ফারুকী বলেন, ‘এটা সত্যি দারুণ একটি ব্যাপার আমার জন্য। গানটি প্রায় ১৩ বছর আগে লিখেছিলাম। পরে বন্ধুদের সাথে শেয়ার করতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। সম্প্রতি হঠাৎ সেটি চোখে পড়লে রাজন সাহার কাছে নিয়ে যাই। তিনিও স্মৃতিকাতর হয়ে গানটি তৈরি করে ফেললেন।’

গানের গায়ক মুহিন জাগো নিউজকে বলেন, ‘দেশের গান করার মধ্যে সবসময়ই বাড়তি ভালো লাগা কাজ করে। মুক্তিসেনা ৭১ গানটির কথা ও সুর বেশ ভালো হয়েছে। আমি খুব উপভোগ করেছি বিজয় দিবসকে উদযাপন করতে এমন একটি গান করতে পেরে। শ্রোতাদের বলবো আপনার অবশ্যই গানটি শুনবেন।’

এদিকে রাজন সাহা আরো জানান, অডিওর পাশাপাশি গানটিকে সবার মাঝে ভিন্ন মাত্রায় ছড়িয়ে দিতে এর ভিডিও নির্মাণ করা হয়েছে। রেইন ড্রপস প্রোডাকশনের ব্যানারে এটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

বিজয় দিবসকে সামনে রেখে গানটি এ সপ্তাহেই বিভিন্ন চ্যানেলে সম্প্রচার করা হবে। গানটি শ্রোতাদের ভাল লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর গীতিকার, সুর-সংগীত পরিচালক ও গায়ক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।