আজকের ধাঁধা : ১২ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

ধাঁধা :
১. ‘আজকালের মধ্যে নয়,
     দু’পাশেতে পশু হয়।
     অস্ত্ররূপে পরিচয়।’
- বলুন তো কী এটা?

২. ‘আজব জিনিস হাতে চলে
     মাথায় বলে কথা,
     পেটের মধ্যে কালো রক্ত
     ধাতব তার মাথা।’
- পেটের মধ্যে কালো রক্ত কার?

৩. ‘আট পা ষোল হাঁটু,
     বসে থাকে বীর বাঁটু।
     শূন্যে পেতে জাল,
     শিকার ধবে সর্বকাল।’
- কে শিকার করে?

৪. ‘আজব একটি জিনিস দেখলাম
     হুলহুলিয়ার হাটে,
     আট পা দুই মাথা
     লেজ থাকে তার পিঠে।’
- কী জিনিস দেখলাম?

উত্তর :
১. পরশু
২. ঝর্ণা কলম
৩. মাকড়শা
৪. দাঁড়িপাল্লা

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।