প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত পদ্মা তীরের মানুষ
অবশেষে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিচ্ছে। আজ এ সেতুর মূল পিলারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় লৌহজংয়ের মাওয়া পয়েন্টে সেতুর সার্ভিস পাইল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়ক সেজেছে বর্ণিল সাজে।
জানা গেছে, শনিবার বিকেল ৩টায় সেতুর মূল পিলারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে লৌহজং উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মেদিনীমন্ডলের খান বাড়ি এলাকায় বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে পদ্মা সেতু এলাকা মাওয়াকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঢাকা-মাওয়া মহাসড়কের দুই পাশে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, তোড়ন ও নানা রঙের প্লেকার্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি সম্বিলিত মহাসড়কের দুই সারিতে সাজানো হয়েছে বিলবোর্ড।
স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, এই নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো লৌহজংয়ে আসছেন। আমরা লৌহজংবাসী খুবই গর্বিত। চার চারবার আমরা তার পদধূলি এই লৌহজংয়ের মাটিতে পেয়েছি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের আগমন সবচেয়ে বেশি আনন্দের ও গর্বের। এবারের সফরে আমাদের দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। তাই এই জনসভাকে ঘিরে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।
লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে আমরা বর্ধিত সভা, প্রস্তুতি সভা, শো-ডাউন প্রচার প্রচারণার কাজ শেষ করেছি। আমাদের লক্ষ্য এটিই হবে স্মরণকালের সেরা জনসভা। এই জনসভাকে ঘিরে দুই থেকে আড়াই লাখ জনতার সমাগম হবে।
এদিকে সেতু কর্তৃপক্ষও তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন সেতু বিভাগের প্রকল্প কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এর আগে প্রধানমন্ত্রী সকালে জাজিরায় সেতুর এ্যাপ্রোচ সড়ক ও নদী শাসনের কাজের উদ্বোধন করবেন।
এসএস/এআরএস/এমএস