আওয়ার অব কোড চলছে ৬ বিশ্ববিদ্যালয়ে


প্রকাশিত: ০৬:১৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৫

‘আমিও একদিন প্রোগ্রামার হবো’ এমন ইচ্ছা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফসানের। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উৎসবের আমেজ দিয়েছে আওয়ার অব কোড। কোডিং নিয়ে এমন আয়োজনে রাফসানের মতো অনেকেই প্রোগ্রামার হওয়ার স্বপ্ন দেখছেন।

বাংলাদেশে প্রোগ্রামিং শিক্ষায় উৎসাহ দিতে কোডারসট্রাস্টের উদ্যোগে সোমবার (৭ নভেম্বর) থেকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চলছে ‘আওয়ার অব কোড’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ মোট ৬টি বিশ্ববিদ্যালয়ে চলছে প্রোগ্রামিং শেখার এ আয়োজন। এছাড়া বিডি জবস ও জাগো ফাউন্ডেশনেও চলছে আওয়ার অব কোড।

এআইইউবি’তে ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহের কারণে বিশ্ববিদ্যালয়টিতে টানা দু’দিন প্রোগ্রামিং শেখার আয়োজন করে কোডারসট্রাস্ট। নর্দান ইউনিভার্সিটিতে ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ইউআইইউতে বিভিন্ন বিভাগের ২০০ জনের মতো শিক্ষার্থী এক ঘণ্টা ধরে কোডিং করেন।

কোডারসট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা জন-কায়ো ফেবিগ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি।  আমি মনে করি শুধু প্রোগ্রামার হওয়ার জন্য নয়, যেকোনও সমস্যা সমাধান করতে প্রোগ্রামিং দক্ষতা দরকারি। তাই শিক্ষার্থীদের শুরু থেকেই কম্পিউটার প্রোগ্রামিং চর্চা করা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে প্রতি আকৃষ্ট করতে আমাদের এ আয়োজন চলবে।

উল্লেখ্য, প্রোগ্রামিং শেখার এ বিশ্বব্যাপি আয়োজন ‘আওয়ার অব কোড’ চলবে রোববার পর্যন্ত (১৩ নভেম্বর পর্যন্ত)। বাংলাদেশে আওয়ার অব কোডের মূল আয়োজক কোডারসট্রাস্ট। সহযোগী হিসেবে রয়েছে মাইক্রোসফট বাংলাদেশ। ‘আওয়ার অব কোড’সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নিতে (www.coderstrust.com/hourofcode) ওয়েবসাইটে যেতে হবে। এখানে আওয়ার কোড অনুষ্ঠানের স্থান ও অনুষ্ঠান সম্পর্কে জানা যাবে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।