শেখ হাসিনা অান্টি, আমার বাবাকে ফিরিয়ে দিন


প্রকাশিত: ১১:২৯ এএম, ১০ ডিসেম্বর ২০১৫

রাজধানীর বংশালের গুম হওয়া ছাত্রদল নেতা চঞ্চলের পাঁচ বছরের ছেলে আহাদ অালী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কাকুতি-মিনতি করে বলেছেন, ‘শেখ হাসিনা আন্টি প্লিজ আমার বাবাকে ছেড়ে দিন’।

বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় এ আকুতি জানায় ওই শিশু।

কান্না জড়িত কণ্ঠে শিশু আহাদ বলেন, ‘আমার পাপ্পাকে ছাড়া ভালো লাগে না। সবাই খুব কান্না করে। বাবাকে ফিরিয়ে দিন। আপনার জন্য দোয়া করবো’।

একই অনুষ্ঠানে বংশাল ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের কন্যা রিদি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আন্টি বাবাকে দিয়ে দাও। তোমাকে চকলেট দিবো। নামাজ পড়ে দোয়া করবো।

কয়েক বছর ধরে গুম হওয়া বিভিন্ন পরিবারের সদস্যরাও এ আলোচনা সভায় তাদের স্বজনদের ফিরিতে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সভায় অংশ নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আলোচনা সভা পরিচালনা করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

এমএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।