তাহসানের গানের মডেল কারার মাহমুদ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫

জনপ্রিয় সংগীত তারকা তাহসান খানের একটি গানের মডেল হয়েছেন জনপ্রিয় মডেল কারার মাহমুদ। জেহাদের পরিচালনায় এই গানের মিউজিক ভিডিওতে কারারের সাথে আরো দেখা যাবে কোয়েলকে।

মিউজিক ভিডিওটি নিয়ে কারার মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘তাহসান ভাই হালের জনপ্রিয় গায়ক। তার অসংখ্য গান শ্রোতাদের মাঝে সমাদৃত। তার ‘ভালোবাসার ব্যবচ্ছেদ’ গানটিও বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই গানের মডেল হচ্ছি ভাবতেই ভালো লাগছে। আশা করি গানটির ভিডিও প্রকাশ হলে এটি জনপ্রিয়তার নতুন মাত্রা পাবে।’

হাসান রাহীর কথা, সুর ও সংগীতে তাহসানের জনপ্রিয় গান ‘ভালোবাসার ব্যবচ্ছেদ’র ভিডিওটি নির্মাণ করছে ‘ডিজি সুগার’ নামের নির্মাতিা প্রতিষ্ঠান।

Karar
এরই ধারাবাহিকতা এই গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করা হয়। কক্সবাজার ও পানামা সিটির বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারন হয়েছে।

মিউজিক ভিডিওটিতে এখন সম্পাদনার কাজ করা হচ্ছে। খুব শিগগির এটা প্রকাশ পাবে বলে জানালেন কারার মাহমুদ।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।