২০ দিনের মধ্যে ঢাকা শহর বিলবোর্ড মুক্ত হবে : আনিসুল


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে পুরো ঢাকা শহর বিলবোর্ড মুক্ত করা হবে। ইতোমধ্যে ২০ হাজার বিলবোর্ড সরানো হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের চলাচলের জন্য ফটুপাত দখলমুক্ত করণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গি নিমূলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

আনিসুল হক বলেন, ঢাকা শহরে বিলবোর্ড থাকবে, তবে যত্রতত্র বিলবোর্ড থাকবে না। আমরা বিলবোর্ডকে একটা শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছে। বিলবোর্ডের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেয়া হবে। এছাড়া যত্রতত্র কোন পোস্টারিং লাগানো চলবে না। বিশেষ করে দেয়ালে পোস্টারিং করা যাবে না। বিলবোর্ডের পাশে পোস্টারের জন্য আলাদা জায়গা রাখা হবে।

মতবিনিময় সভা উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান, ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল হক, এডিসি ট্রাফিক সাইফুল ইসলাম, শের-ই বাংলা নগর, তেজগাঁও, আদাবর মোহাম্মদপুর থানার সকল কাউন্সিলরা।

জেইউ/জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।