প্রচার প্রচারণায় ব্যস্ত মাগুরার প্রার্থীরা


প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫

মাগুরা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দলীয় প্রতীক ব্যবহার করে মেয়র প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খুরশিদ হায়াদার টুটুল ও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ইকবাল আখতার খান কাফুর দলীয় প্রতীক ব্যবহার করে কর্মী সমাবেশ, উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচার প্রচারণা চালাছেন। তবে জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আকবর কল্লোল স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখনও মাঠে রয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মশিউর রহমান নির্বাচনী কার্যক্রম চালাছেন।

এ নির্বাচনে কাউন্সিলর পদে ৬৬ প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন। এদের মধ্যে ১৩ জন সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী।

উল্লেখ্য, মাগুরা পৌরসভার মেয়র থাকাকালে জেলা আ. লীগের সভাপতি আলতাফ হোসেন মারা গেলে ৫ জুন ২০১৩ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রয়াত আ. লীগ নেতা আলতাফ হোসেনের ছেলে খুরশিদ হায়দার টুটুল পরাজিত হন এবং বিএনপি দলীয় ইকবাল আকতার খান কাফুর বিপুল ভোটে নির্বাচিত হন।

আরাফাত হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।