সূচকের ওঠানামায় চলছে লেনদেন
টানা দুইদিন দরপতনের পর বুধবার শেয়ারবাজারে সূচক ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। সূচকের উত্থানে দিনের লেনদেন শুরু হলেও পরে সূচকের উত্থান-পতন লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনের দুই ঘণ্টায পর দুই স্টক এক্সচেঞ্জেই প্রধান সূচক সামান্য বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা পর বেলা ১২টায় ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৫৯৬ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০১ পয়েন্ট ও ডিএস৩০ সূচক দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে। এসময় টাকায় লেনদেন হয়েছে ১৯৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১০৪টির আর অপরিবর্তিত রয়েছে ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে বেলা সাড়ে ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২১০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৮৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি টাকা।
এসআই/এআরএস/আরআইপি