২০২২ সালে মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার


প্রকাশিত: ১০:২৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০২২ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারে উন্নীত হবে। রোববার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত মাসব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। মাত্র ৪৫০ ডলার পার ক্যাপিটাল নিয়ে যাত্রা করে গত ৫ বছরে তা ১৪শ’ ডলারে এসে দাঁড়িয়েছে। এছাড়া বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই কোনো ষড়যন্ত্রই এখানে কাজে আসবে না। সকল ষড়যন্ত্রকে রুখে বর্তমান সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত মেলায় চেম্বারের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

এর আগে, মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। মাসব্যাপি কৃষি, শিল্প ও বাণিজ্য মেলায় ভারত ও নেপালসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৮৬টি কোম্পানি তাদের স্টল নিয়েছে। এখানে কৃষি ও শিল্পসহ বিভিন্ন পণ্য পাওয়া যাবে।


এছাড়া মেলায় দর্শণার্থীদের বিনোদনের জন্য সার্কাস ও র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। মেলায় দর্শণার্থীদের প্রবেশের জন্য ১০ টাকা মূল্যের টিকিট কিনতে হবে এবং পাঁচ বছরের নিচে শিশুদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই।

এস.এম.তরুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।