খুব বাজে খেলছি : মাহমুদুল্লাহ


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

প্রথম ছয় ম্যাচে পাঁচটি জয়। সাফল্যের বিচারে বিপিএলের এবারের আসরে সেরা দলই বলা চলে বরিশাল বুলসকে। অথচ তারা কি না পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট সুপার স্টারসের কাছে পাত্তাই পেলো না। নয় উইকেটের বিশাল ব্যবধানে হারের সঙ্গে যুক্ত হয়েছে এই টুর্নামেন্টের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার লজ্জাও। দলের এমন বাজে হারের পর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানান, খুব বাজে খেলেছে তার দল।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘খুব বাজে খেলছি আমরা, বাজে ব্যাটিং করেছি। দু-একটা ম্যাচ এমন হতে পারে। আমার মনে হয়, উইকেটে প্রথমদিকে একটু বাড়তি বাউন্স ছিল। বলবা না, উইকেট খুব খারাপ ছিল। আমরা শুরুতেই সবাই চেষ্টা করেছি রান রেট বাড়াতে; কিন্তু উল্টো উইকেট হারাতে থাকি। এটাও একটা বড় কারণ।’

দলের এমন হারের কারণ হিসেবে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিংকে দায়ী করছেন না রিয়াদ। টি-টোয়েন্টি খেলার ধরনই এমন বলে জানালেন তিনি। তবে এটা থেকে ভালো শিক্ষাও পেয়েছে তার দল। ছয় ম্যাচে পাঁচ জয়ের পর দলে একটা ধাক্কার প্রয়োজন ছিল। সুতরাং, এই ম্যাচে যে ধাক্কাটা খেয়েছেন, তা থেকে শিক্ষা নিতে চান বরিশালের অধিনায়ক। একই সঙ্গে পরের ম্যাচগুলোতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি।

দলের বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট থাকলেও ব্যাটসম্যানদের নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন মাহমুদুল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছুটা খারাপ করেছে। শেষ দুই ম্যাচ মোটামুটি ভালোই ব্যাটিং করেছি। এই ম্যাচটি আবার খারাপ হল। এখন পর্যন্ত আমাদের বোলিং বিভাগ ধারাবাহিকভাবে ভালো বোলিং করছে। ব্যাটসম্যানরা আরেকটু ধারাবাহিক হলে দলটাও আরও ভালো হবে।’

সোমবার একই মাঠে নিজেদের অষ্টম ম্যাচে কুমিল্লাা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস।

আরটি/আইএইচএস/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।