টস জিতে ব্যাটিয়ের সিদ্ধান্ত ঢাকার


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৫

ঢাকায় চার ম্যাচের তিনটিতেই জিতেছিল ঢাকা ডাইনামাইটস। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটাও তাই ছিল উপরের দিকেই। কিন্তু চট্টগ্রাম গিয়ে খেই হারিয়ে ফেলে কুমার সাঙ্গাকারার দল। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা। সুতরাং, ঘুরে দাঁড়াতে হলে ঢাকায় জয়ের ধারায় ফিরে আসতেই হবে। সেই লক্ষ্যেই আজ রংপুর রাইডার্সের মুখোমুখি ঢাকা ডাইনামাইটস।

আপাতত কয়েন নিক্ষেপে জয় হয়েছে ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারারই। টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এই ম্যাচে ঢাকাকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে আসবে সাকিব আল হাসানের দল রংপুর। ঢাকা জিততে পারলে হয়তো আসবে তৃতীয় স্থানে।

মূলত মিরপুরের উইকেটের চরিত্র বিশ্লেষণ করেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন সাঙ্গাকারা। ঢাকার দলে এসে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান। দেখা যাক, তারা সত্যি জয়ের পথে আসতে পারে কি না।

আইএইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।