ঘরের মাঠে চেলসির হার
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে একের পর এক হেরেই চলেছে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি। এবার ঘরের মাঠে লিগের নবাগত দল বোর্নমাউথের কাছে ১-০ গোলের পরাজয়ের স্বাদ পেলো হোসে মরিনহোর দল।
প্রিমিয়ার লিগে শনির দশা কাটাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে চেলসি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় কস্তা-হ্যাজার্ডরা।
বিরতি থেকে ফিরে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে চেলসি। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে বোর্নমাউথের রক্ষণশিবির। ম্যাচের ৬২ মিনিটে কস্তার ক্রস সিমোন ফ্রানচিসের বাহুতে লাগলে পেনাল্টির জোরালো আবেদন করে স্বাগতিকরা কিন্তু রেফারি সাড়া দেননি।
ম্যাচের ৮২ মিনিটে উল্টো এক গোল করে স্বাগতিক দর্শকদের স্তম্ভিত করে ফেলে জসুয়া কিংয়েল পরিবর্তে বদলি হিসেবে মাঠে নামা গ্লেন মারে। কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ এক হেডে থিয়াবো কুর্তোয়াকে পরাস্ত করেন এই ইংলিশ স্ট্রাইকার। মাঠে নামার মাত্র ৮৯ সেকেন্ডের মাথায় দলের হয়ে গোলটি করেন মারে।
২০০১ সালের পর এই প্রথম প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে উঠে আসা দল দল চেলসিকে তাদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পরাজয়ের মাল্য উপহার দেয়। এই হারের ফলে ১৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে চেলসি।
এমআর/এমএস