পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত


প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৫

সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বলেছেন, পাকিস্তান যুদ্ধাপরাধী ও সমর্থকদের ফাঁসি কার্যকরের পর বিবৃতি দিয়ে চরম `ধৃষ্টতা` দেখিয়েছে। যুদ্ধাপরাধীদের নিয়ে পাকিস্তান যেসব কথা বলা শুরু করেছে, এখন তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। পাকিস্তানকে সার্ক থেকেও বহিষ্কার করতে হবে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে `গৌরবদীপ্ত-বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধ ৭১` শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে এ দেশ থেকে বহিষ্কারের দাবি জানান।
 
মুক্তিযুদ্ধ সেক্টরস কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১` নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাড. নুরুল হুদার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব হারুন হাবিব, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, নারায়ণগঞ্জ আদালেতর পিপি অ্যাড. ওয়াজেদ আলী খোকন, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু প্রমুখ।
 
শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।