কুষ্টিয়ায় ৫ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল


প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

কুষ্টিয়ার ৫ পৌরসভার মধ্যে ৩টি পৌরসভায় মেয়র প্রার্থীদের যাচাই বাছাই শেষে বাদ পড়েছেন ৫ জন মেয়র প্রার্থী।

শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া, মিরপুর, ভেড়ামারা ও খোকসা পৌরসভায় একযোগে মেয়র প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এর মধ্যে কুষ্টিয়া পৌরসভায় ৭ মেয়র প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন জাতীয় পার্টির কে এম জাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দেওয়ান আব্দুল খালেক ও বিএনপির বিদ্রোহী প্রার্থী শামীমুল হাসান অপু, মিরপুরে ৭ প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল হক খান ফারুক চৌধুরী, ভেড়ামারায় ৬ প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী আজগর আলী। তবে খোকসা পৌরসভায় মেয়র পদে ৫টি মনোনয়নের সবগুলোই বৈধ বলে ঘোষণা করা হয়।

এর ফলে এ তিন পৌরসভায় মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২০। এছাড়া কুমারখালী পৌরসভায় মেয়র পদে আগামীকাল যাচাই বাছাই হবে।

আল-মামুন সাগর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।