ভারতকে বিশ্বাস করা যায় না : মিয়াঁদাদ
ডিসেম্বর এসেই গেছে। প্রস্তাবিত ভারত-পাকিস্তান সিরিজ কি আদৌ হবে? নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলংকাকেই মেনে নিয়েছে দু’দেশের ক্রিকেট বোর্ড। পাকিস্তান সরকার এই সিরিজ খেলার অনুমতি দিয়ে দিয়েছে পিসিবিকে। কিন্তু বিষয়টা এখনও ঝুলে আছে ভারত সরকারের কাছে। এ কারণে, এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছে না, আদৌ সিরিজটি হবে কি না, তা নিয়ে।
এরই ফাঁকে সিরিজ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। এমনিতেই বাইশ গজের ভিতরে হোক কিংবা বাইরে, বরাবরই তিনি ভারত বিরোধী। এবারও সেই স্বভাবসিদ্ধ ভঙ্গি থেকে পিছু হটতে পারলেন না পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
বাইশ গজের স্লেজিংকে ছাপিয়ে তিনি মন্তব্য করেন, ‘ভারতকে কখনওই বিশ্বাস করা যায়না!’ সিরিজ শুরুর আগেই মিঁয়াদাদের এই মন্তব্য নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। তার অভিযোগ, বিসিসিআই এই সিরিজ নিয়ে টালবাহানা করছে। এখনও অপেক্ষা করছে ভারত সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার জন্য। তাই পাকিস্তানের এই সিরিজের উপর ভরসা না রাখাই ভালো।
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আদৌ হবে কি না তা নিয়ে অনেক দিন ধরেই একটা টানাপড়েন চলছিল। সীমান্তে উত্তেজনার রেশ ধরে ভারতের অনেকই এই সিরিজ নিয়ে আপত্তি তুলেছিলেন। এমনও প্রশ্ন উঠেছিল, সীমান্তে পাকিস্তানের সন্ত্রাস বন্ধ না হলে তাদের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজও অনুষ্ঠিত হবে না।
তবে, বিসিসিআইর নতুন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের ব্যক্তিগত উদ্যোগে শেষ পর্যন্ত সিরিজটি আলোয় আসার সম্ভাবনা দেখা দেয়। এ নিয়ে গত ২২ নভেম্বর দুবাইয়ে বিসিসিআই প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে ঠিক করা হয়, শ্রীলংকায় অনুষ্ঠিত হবে দ্বিপক্ষিক এই সিরিজটি।
আইএইচএস/পিআর