গুইমারা উপজেলার যাত্রা শুরু


প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ৩০ নভেম্বর ২০১৫

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খাগড়াছড়ির নবম উপজেলা হিসেবে গুইমারা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে গুইমারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, গুইমারা উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান ও গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমাসহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গুইমারা থানাকে উপজেলায় উন্নীতকরণের মাধমে প্রশাসনিক সুবিধা এখন গুইমারাবাসীর হাতের মুঠোয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছার কারণেই গুইমারা থানাকে উপজেলায় উন্নীত করার দাবি পূরণ হয়েছে। এর মাধ্যমে প্রশাসনিক পরিধিও বৃদ্ধি পেয়েছে। তিনি উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।

গত বছরের ২ জুন সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১০৯তম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারাকে উপজেলা হিসেবে অনুমোদন দেন। এর আগে ২০১৩ সালের ১১ ডিসেম্বর খাগড়াছড়ি সফরকালে গুইমারা থানাকে উপজেলায় উন্নীতকরণের ঘোষনা দেন প্রধানমন্ত্রী।

মাটিরাঙ্গা উপজেলার আওয়তায় গুইমারা ইউনিয়ন, রামগড় উপজেলার আওতায় হাফছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি উপজেলার আওতায় সিন্দুকছড়ি ইউনিয়ন নিয়ে অনুমোদিত গুইমারা উপজেলার আয়তন ১‘শ ১৫ বর্গ কিলোমিটার। লোকসংখ্যা ৪৪ হাজার ২‘শ ২ জন।

মুজিবুর রহমান ভুইয়া/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।