আবু বকর সিদ্দিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার এক শোক বার্তায় এ শোক জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আবু বকর সিদ্দিক ১৯৮২ বিশেষ ব্যাচের প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব খুব আন্তরিক ও দক্ষতার সঙ্গে পালন করেছেন।
সরকারের উন্নয়ন কর্মসূচিকে এগিয়ে নিতে জ্বালানী ও খনিজ সম্পদ খাতে আবু বকর সিদ্দিকের অবদানের কথা জাতি সবসময় স্মরণ করবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা আরো বলেন, তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও প্রতিভাবান ঊর্ধ্বতন কর্মকর্তাকে হারালো।
মোহাম্মদ আবু বকর সিদ্দিকের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
এদিকে, জোহরের নামাজের পর সচিবালয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি সচিবের স্ত্রী ও দুই মেয়েসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেষবারের মত আবু বকর সিদ্দিকের মরদেহ দেখেন এবং তার স্মৃতির প্রতি গভীর শেষ শ্রদ্ধা জানান।
আবু বকর সিদ্দিক ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
একে/আরআইপি