আজ আর্মি স্টেডিয়াম নাচাবেন জাকির হোসেন
রাজধানীর আর্মি স্টেডিয়ামে চলছে পাঁচ দিনব্যাপি বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব। আসরের চতুর্থ দিন আজ সোমবার মঞ্চে আসবেন উপমহাদেশের জীবন্ত কীংবদন্তী তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন। তার তবলার উন্মাদনায় মেতে ওঠবে আজ উৎসব- এমনটাই প্রত্যাশা সুর পিপাসুদের।
বেঙ্গল সূত্রে জানা গেছে, এদিন তার সাথে সন্তুর বাজাতে উপস্থিত থাকবেন উপমহাদেশের আরেক মহারথি শিব কুমার শর্মা। এর আগেও অসংখ্যবার একসঙ্গে বাজিয়েছেন এই দু’জন।
এক পলকে জাকির হোসেন ও শিবকুমার শর্মা
উপমহাদেশের তবলার শিরোমনি ওস্তাদ আল্লা রাখা’র ছেলে জাকির হোসেন। খুব ছোটবেলাতেই বিশ্বখ্যাত ভারতীয় তবলাবাদক জাকির হোসেনের প্রতিভার প্রকাশ ঘটে। মাত্র ১২ বছর বয়স থেকে বাবার সাথে বিশ্বের বিভিন্ন মঞ্চে তবলা বাদন শুরু করেন। ৭০’র দশকে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর তিনি আন্তর্জাতিক অঙ্গনে একজন সংগীতশিল্পীহিসেবে আত্নপ্রকাশ করেন।
তিনি মিকি হার্ট-এর সঙ্গে প্ল্যানেট ড্রাম, মেকিং মিউজিক, ডিগা রিদম ব্যান্ড, জন ম্যাকলফলিন এবং এল শঙ্কর এর সঙ্গে মিলে শক্তিসহ বিভিন্ন অংশীদারিত্বমূলক কাজ করেন। তিনি জর্জ হ্যারিসন, জো হেন্ডারসন, ভ্যান মরিসন, জ্যাক ব্রুস, টিটো পুয়েন্তে , ফারাও স্যান্ডার্স, বিলি কবহ্যাম, দ্যহংকং সিম্ফনি এবং দ্য নিউ অর্লিন্স সিম্ফনির মতোবিখ্যাত শিল্পীদের সঙ্গেতবলা পরিবেশন করেছেন।
জাকির হোসেন তালবাদ্য শিল্পীদের মধ্যে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেন। অসংখ্য সম্মানজনক পুরস্কারের পাশাপাশি তার বিখ্যাত অ্যালবাম ‘গ্লোবাল ড্রাম প্রজেক্ট’র জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড, ইন্দো-আমেরিকান পুরস্কার, সংগীত নাটক আকাদেমি পুরস্কার, ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ অর্জন করেন।
অন্যদিকে, ১৯৩৮ সালে জম্মু কাশ্মীরে জন্মগ্রহণকারী পণ্ডিত শিবকুমার শর্মার নামকে শাস্ত্রীয় সংগীত জগতে সন্তুরের সমার্থক হিসেবেই ধরা হয়। রক্ষণশীলদের নানা বাঁধার মধ্যে তিনিই কাশ্মীরী লোক সংগীতে ব্যবহৃত সন্তুরকে ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের মঞ্চে নিয়ে আসেন।
জাকির হোসেনের মতোই তিনিও বাবার অনুপ্রেরণাতেই আজকের অবসন্থানে এসে পৌঁছেছেন। কাশ্মিরের সন্তুরকে বিশ্ব দরবারে নিয়ে আসতে ব্রতী হন। তার একনিষ্ঠ অধ্যবসায়, অনবরত নিরীক্ষা,এবং সন্তুরকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টা এক নতুন সঙ্গীত ধারার সুচনা করে এবং তাকে এনে দেয় অভাবনীয় সাফল্য। জীবন্ত কিংবদন্তী পণ্ডিত শিব কুমার শর্মা পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।
বেঙ্গল সূত্রে জানা গেছে, জাকির হোসেন ও শিবকুমার শর্মার পাশাপাশি আজ পরিবেশনা নিয়ে আসবেন গুরু রাজা ও রাধা রেড্ডি (কুচিপুডি নৃত্য), গণেশ ও কুমারেশ রাজাগোপালন (কর্ণাটক বেহালা), পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (সরোদ)।
এলএ