ফতুল্লায় ৪ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড


প্রকাশিত: ১০:২৬ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক অভিযান চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হলেন রুহুল আমিন (৩০) কায়েস (৪০), মরা মিন্টু (৩৫) ও সবুজ (৩০)।

রোববার রাতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড প্রদান করেন।

নাহিদা বারিক জাগো নিউজকে জানান, ফতুল্লায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মদকের নেতৃত্বে ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সবুজকে গ্রেফতার করে।

আর ফতুল্লা মডেল থানার এএসআই কামরুল হাসানের নেতৃত্বে রুহুল আমিন, কায়েস, মরা মিন্টুকে গ্রেফতার করা হয়। তারা সকলেই ফতুল্লার রেলস্টেশন এলাকায় বসবাস করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।